তাড়াশ প্রতিনিধি. যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুস সামাদ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চলনবিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ো বাতাসে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে চলনবিলের এক খালে মাছ ধরতে গিয়েছিলেন নাতীকে নিয়ে। এ সময় বজ্রপাত হলে তিনি পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা নাতির চিতকারে স্থানীয়রা তাকে মৃত্যু অবস্থা উদ্ধার করে।