তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ উপলক্ষে যান্ত্রিক র্যালী করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও তাদের সহযোগীদের নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ (১৯ থেকে ২১ নভেম্বর) পর্যন্ত“ দুর্ঘটনা -দুর্যোগে সবার আগে সবার পাশে” এই শ্লোগান সামনে নিয়ে ফায়ার সার্ভিস স্টেশন থেকে এক যান্ত্রিক র্যালী বের করে উপজেলা চত্বর দিয়ে তাড়াশ বাজারসহ বিভিন্ন মোড়ে প্রদক্ষিণ করা হয়। এ যান্ত্রিক র্যালির নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব অফিসার এসএম রেজাউল করিম,লিডার মোঃ জহুরুল ইসলাম,লিডার মোঃ সাখোওয়াত হোসেন প্রমুখ।