Home / সিরাজগঞ্জ / তাড়াশ / তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম

করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বিতীয় ধাপে তাড়াশে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুরক্ষা সামগ্রী মধ্যে ছিল মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার। বুধবার (১৮ নভেম্বর) সকালে শিক্ষা-স্বাস্থ্য-কৃষি ও পল্লী উন্নয়ন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম, ম, আমজাদ হোসেন মিলন প্রতিবন্ধীদের হাতে ওই সকল সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম মনিরুজ্জামান, সংস্থার নির্বাহী পরিচালক উপাধ্যক্ষ মীর ডেইজী মিলন, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু বক্কার সিদ্দিক, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যান্য সাংবাদিক প্রমূখ।

About jamuna

আবার চেষ্টা করুন

নয় মাসে জাতীয় রাজনীতির দুই নক্ষত্র হারালো সিরাজগঞ্জ

স্বপন চন্দ্র দাস যমুনাপ্রবাহ.কম : মোহাম্মদ নাসিমের ও এইচ.টি ইমাম-সিরাজগঞ্জের দুই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *