মহসীন আলী, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ শিক্ষক টি.এম কামরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে কাউরাইল ইসহাক তফের আলী টেকনিক্যাল কলেজের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কলেজে অধ্যক্ষ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার বক্তব্যে মরহুম কামরুজ্জামানের নামে একটি ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউরাইল ইসহাক তফের আলী টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মরিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, নিহত কলেজ শিক্ষক কামরুজ্জামানের বড় ভাই ও সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকি,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারসহ আওয়ামীলীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ্র, বিভিন্ন কলেজের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।