তাড়াশ প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের তাড়াশে গাঁজার গাছসহ নারী আটক করা হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর রাতে দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্ত পাড়ায় অভিযান চালিয়ে ৪টি গাঁজার গাছসহ ১ নারীকে আটক করে তাড়াশ থানা পুলিশ । আটককৃত নারী সহাদেব উরাঁও’র স্ত্রী অঞ্জনা উরাঁও (৩৮) । তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, নিজ বাড়ির আঙ্গি তারা গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সহাদেবের স্ত্রী রঞ্জনাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ডাল পালাসহ ৪টি গাছের আনুমানিক ওজন ৪০ কেজি।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।