মহসীন আলী তাড়াশ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন শাহিন ফকির। জানা গেছে, দূনীর্তির দায়ে নওগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ চাঁদ আলী গত ১৯ সেপ্টেম্বর বহিস্কার হওয়ার পর দলের সাধারণ সম্পাদকের পদটি শুন্য হলে তা পুরুন করতে এবং ওই ইউনিয়ন যুবলীগের কমিটিকে চাঙ্গা রাখতে গত ১৭ অক্টোবার শনিবার সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকের উপস্থিতিতে নওগাঁ ইউনিয়ন যুবলীগের কমিটির ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন ফকিরকে (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন উপজেলা যুবলীগ। নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া শাহিন ফকির উপজেলার নওগাঁ ইউনিয়নের দবিলা গ্রামের আব্দুস সালাম মন্টুর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। শাহিন ফকির বলেন, আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় জেলা যুবলীগ সহ তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুতকে কতৃজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এ ব্যাপারে তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান বলেন, নওগাঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী কে দলের শৃংখলা ভঙ্গের দায়ে ও দূর্নীতির সাথে জড়িয়ে পরায় দল থেকে বহিস্কার করা হলে ওই কমিটির ১ নং যুগ্ন সম্পাদক শাহিন ফকিরকে ভারপাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।