নিজস্ব প্রতিবেক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ (সদর ও কাজিপুর) আসনের উপ-নির্বাচনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় দলীয় সভানেত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। এদিকে এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিরাজগঞ্জে মিস্টি বিতরণ করেছে ছাত্রলীগ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দলীয় মনোনয়ন বোর্ড নৌকার প্রার্থী হিসেবে প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নাম ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের নেতাকর্মীরা ভীড় জমাতে থাকে। এক পর্যায়ে উপজেলা চত্বরে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।
এ সময় উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক হান্নান তালুকদার, কৃষক লীগ সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।