চৌহালী প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ চায়না দোয়ার ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রায় ৮০ হাজার টাকা মুল্যের জব্দকৃত জাল গুলো জোতপাড়া নৌকা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। এর পূর্ব প্রস্তুতি ও জীববৈচিত্র রক্ষায় সকাল থেকে অভিযান শুরু হয়। এ সময় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ চায়না দেয়ার ও কারেন্ট জাল পাঁতা ছিল। জাল গুলো জব্দ করে উপজেলা সদরের জোতপাড়া নৌকা ঘাটে এনে জনসস্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ইউএনও আফসানা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ বিষয়ে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানান, ইলিশের প্রজনন মৌসুমকে যমুনা নদী নিরাপদ করতে প্রস্তুতি মুলক এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় অবৈধ জাল ও দোয়ার ফেলে রেখে মৎস্যজীবিরা পালিয়ে যায়।
আবার চেষ্টা করুন
উল্লাপাড়া আ.লীগের সভাপতি রুমি, সা. সম্পাদক মোস্তফা
নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফয়সাল কাদের রুমি …