নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৭ জেলেকে ১ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৭ অক্টোবর) সকালে চৌহালী নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, স্থল ইউনিয়নের স্থল গ্রামের শহীদুল ইসলাম (২৬), জামাল হোসেন (৩৫), নুরুল আমিন (৪২), কুড়াগাছার গ্রামের মোকছেদ (৪০), শেখ চানপাড়া গ্রামের সমেশ আলী (৪৮), নূরনবী (১৯) ও আলতাফ হোসেন (৩০)। পরে তাদের পুলিশের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়। উপজেলা মতস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, শনিবার (১৭ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজি মাছ জব্দ করা হয়। সকালে আটক জেলেদের এক বছর করে কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ৩ কেজি মাছ খাষ পুখুরিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসায় বিতরন করা হয়।