নিজস্ব প্রতিবেদক|| যমুনাপ্রবাহ.কম
সাবেক খেলোয়াড় হিসেবে একটি ফুটবল ম্যাচে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় মারা গেলেন সিরাজগঞ্জের কৃতি ফুটবলার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবলা (৫৫)।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রহমতগঞ্জ সুতালকল খেলার মাঠে এক ফাইনাল খেলায় সাবেক খেলোয়াড় হিসেবে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রহমতগঞ্জ সুতাকল মাঠে তার জানাজা ও রাহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্যসম্পন্ন করা হবে। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শেষ জীবন পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ছোনগাছা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ , জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড় বৃন্দ।