বিশেষ প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কালিয়া হরিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার সকালে কান্দাপাড়া দুস্থ্য কল্যান হলরুমে এক কর্মি সমাবেশ অনুষ্টিত হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড খয়ের আলী । সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার, বাসদ কামারখন্দ উপজেলা শাখার আহবায়ক কমরেড আব্দুলাহ আল মামুন, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আরমানি সেখ, কৃষক নেতা আব্দুল মালেক। সভা পরিচালনা করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন। সভায় বক্তাগন বলেন, দেশ আজ মহা সংকটে নিপতিতো, একদিকে চলছে নারী শিশু নিযাতন, ঘুষ দুর্নীতি অনিয়ম, খুন হত্যা, অন্যদিকে কলকারখানা বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধগতি সবকিছু মিলে জনগনের উঠছে নাভিশ্বাস। বক্তাগন এই পুঁজিবাদী দুঃশাসনকে উচ্ছেদ করে সমতার সমাজ প্রতিষ্ঠার লক্ষে সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার সংগ্রাম জোরদার করার জন্য কর্মীদের গ্রামে গ্রামে সংগঠন গড়ে তোলার আহবান জানান। বক্তাগন, অবিলম্বে বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু সহ সকল গ্রেফতার কৃত নেতা কর্মীদের মুক্তির দাবি জানান, সেই সংগে সকল পাটকল চালু সহ পাওনা টাকা পরিশোধের দাবি জানান।