কামারখন্দ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম:
পুলিশের বাঁধার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে সিপিবি-বাসদের উদ্যোগে ধর্ষণবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চত্বরে উপজেলা সিপিবি ও বাসদের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচিতে অনুমতি দেয়ার পরও পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ আয়োজকদের। উপজেলা কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক এম আশরাফ সরকার জানান, থানা থেকে অনুমতি নিয়েই মানবন্ধনের আয়োজন করা হয়। থানার অনুমতি পেয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করতে গেলে কর্মসূচি শুরু থেকেই বার বার পুলিশ মানববন্ধনে বাধা প্রদান করে। পুলিশি বাধার কারণে সীমিত সময়ে মানববন্ধন শেষ করে উপজেলার কমিউনিষ্ট পার্টির দলীয় কার্যালয়ের দিকে এগুতে থাকলে পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় এবং নেতাকর্মীদের সাথে অসদাচরণ করে। এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। নেতাকর্মীরা মিছিল বের করলে তাদের মিছিলে বাধা দেয়া হয়। সীমিত সময়ের এ মানববন্ধনে বক্তরা নারী শিশু নির্যাতন, ধর্ষণ বন্ধ এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধনে উপজেলা কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক এম আশরাফ সরকার, জেলা বাসদের সদস্য পলাশ কুমার ঘোষ, উপজেলা সিপিবির সদস্য আবু মোহাম্মদ জুলফিকার আজাদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সজীব আহমেদ, ছাত্র ফন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ রাখেন।