সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ধানের ক্ষেত থেকে সদ্য ভূমিষ্ট হওয়া ৪টি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয়পুর এলাকা এগুলোকে উদ্ধার করা হয়। দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, আজ সকাল ১১ টার দিকে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপে মেছো বিড়ালের বাচ্চা গুলোর ছবি পোস্ট দেয়া হয়।এটি আমাদের নজরে আসলে সেখানে আমাদের লোকজনকে পাঠিয়ে মা হারা মেছোবাঘের ছানাগুলোকে উদ্ধার করা হয়। তিনি বলেন, বাচ্চাগুলো যেখানে ছিলো সেই ক্ষেতসহ আশেপাশের ক্ষেতের ধান কেটে ফেলায় ফাঁকা জায়গায় অবস্থান করছিল। পরে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের পরামর্শ অনুযায়ী বাচ্চাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে ফিডার দিয়ে খুব সামান্য দুধ খাওয়ানো হয়েছে।
কামারখন্দে মা হারা চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার
তিনি বলেন, “মেছো বিড়ালকে (Fishing Cat) অনেক এলাকায় মেছো বাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।”