নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে পুকরের পানিতে ডুবে আল-রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের চর টেংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-রাফি ওই গ্রামের আব্দুস সবুরের ছেলে। শিশুটির বাবা আব্দুস সবুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যায় স্বজনেরা।