
কামারখন্দ প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের কামারখন্দে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী স্ত্রীকে মারপিট করেছে প্রতিপক্ষ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটে আহত আনসার প্রামানিকের ছেলে ওমর ফারুক জানান, আমাদের পূর্বের বসত ঘরের জায়গা থেকে মাটি কাটতে গেলে বাধা দেয় আমার চাচা খোকন। পরে প্রথমে আমার মা এগিয়ে গেলে চাচা আনোয়ার ও তার ছেলে জাকারিয়া এবং মিল্টন আমার মায়ের হাতে ও পিটে আঘাত করতে থাকে পরে আমার বাবা এগিয়ে আসলে আমার বাবাকে একটি পুকুরের মধ্যে নিয়ে গিয়ে বেধম মারপিট করে। এমতাবস্থায় আমার ঘরের একটি কক্ষে আমাকে আটকে রেখে আমার শোবার ঘরে ঢুকে ঘরে থাকা সাড়ে তিন লক্ষাধিক টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণাংকার লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের কয়েকজন সদস্য। পরে স্থানীয়রা এসে আমার বাবা মা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিপক্ষের খোকন প্রামানিক জানান, আনসার প্রামানিক ও তার ছেলে ওমর ফারুক আমাদের জায়গা থেকে জোরপূর্বক মাটি কাটতে ছিল। এতে বাধা দেওয়ায় আমসের প্রামানিকের স্ত্রী আমাদের উপর চড়াও হন। এতে দু পক্ষের মধ্যে সংষর্ধ বাধে। সংঘর্ষ চলাকালে হয়তো দুই একজনের হাতে পায়ে আঘাত লাগতে পারে। আর আমাদের কোন লোক টাকা ও স্বর্ণাংকার লুট করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। এ ব্যাপারে কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।