
কাজিপুর প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৌরসভা প্যানেল মেয়র তাছিরুদ্দিন তাছুর বাড়িতে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গত ৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯ টায় পৌর এলাকার ৮নং ওয়ার্ড বিয়ারা পূর্ব পাড়ায় এঘটনা ঘটে। প্রতক্ষদর্শী প্রতিবেশি মনোয়ারা বেওয়া (৫০) জানায়, জরুরী কাজে প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় তাছুর রান্নাঘরে প্রজ্জলিত আগুনের শিখা ও ধোয়ার কুন্ডোলী এবং একই সাথে আংশিক অন্ধকারে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পেয়ে চিতকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে প্যানেল মেয়র তাছুর স্ত্রী রেহানা পারভীন বুলী ঘটনার রাতেই কাজিপুর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছে কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।