কাজিপুর সংবাদদাতা || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের কাজিপুরে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজেদুল (৩০) ও একই গ্রামের জব্বার আলীর ছেলে সবুজ (২৮)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢেকুরিয়া ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।