নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় ফজলু (৩০) নামে এক যুবকককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশও দেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ফজলু কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের আমজাদ মন্ডলের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
ওই আদালতের পেশকার নূরে আলম সিদ্দিকী যমুনাপ্রবাহ.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থলবাড়ি গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়েকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের ফজলুকে একমাত্র আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামী ফজলুর অনুপস্থিতিতে এ দন্ড দেন।