কাজিপুর প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম:
কাজিপুরে উপনির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা উপজেলা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকের অংশগ্রহণে ৯ অক্টোবর বেলা ১১ থেকে ২টা পর্যন্ত উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম। নির্বাচন প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক টি এম শফিকুল ইসলাম শফি, নাটুয়ারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম হোসেন, তেকানি ইউনিয়ন সভাপতি মশিউর রহমান নয়নসহ ১২টি ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সভায় উপনির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী মোহাম্মদ নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নির্দেশনা দেন।