টি এম কামাল
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও যমুনা নদীতে ইলিশ মাছ ধরায় অবৈধ জালসহ ৩জন জেলে আটক করে ১২হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২১ অক্টোবর রাতে শুভগাছা ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে জহুরুল ইসলাম (৩৫), আনোয়ার হোসেন (৩০) ও লিখন মিয়া(২৩) নামের তিন জেলেকে অবৈধ জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে আটক করে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী। আটককৃতদের বিরুদ্ধে মতস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় মামলা দায়ের ও নগদ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।