কাজিপুর থেকে টি এম কামাল, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নৌকার হাল ধরতে চান দুই বারের নির্বাচিত ইউপি সদস্য পাঁচগাছি গ্রামের ফরিদুল ইসলাম বাবু । তিনি আওয়ামীলীগ দলীয় মনোনয়নের মাধ্যমে নৌকা প্রতীকের বিপুল বিজয়ের সক্ষমতার পরিচয় দিতে চায়। পিতা মৃত আবদুল হাই সরকার দীর্ঘ দিন ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউপি সদস্য। বর্তমানে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী বাবু, পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা পরিচালক, মোহাম্মদ নাসিম অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। উপদেষ্টা, দারুস সূন্নাহ হাফিজিয়া মাদ্রাসা।
বাবু বলেন, রাজনীতি করি জনগণের জন্য, মানবতার সেবার কারণে মানুষ আমাকে দুই বার ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছে। বিরোধী দলের হামলা মামলা উপেক্ষা করে একনিষ্ঠ কর্মী হিসেবে দলীয় অবদানের স্বীকৃতি স্বরূপ দলের হাইকমান্ডের কাছে বাবুর জন্য নৌকা প্রতীক প্রত্যাশা করে, পাঁচগাছি গ্ৰামের ফরিদুল ইসলাম(৪৫) পাইকপাড়ার হাফিজুর রহমান (৬০) ও আমিনা খাতুন(৩০)গুর্জিয়া গ্রামের লিপি রানী (৪০) প্রমূখ। দল মনোনীত করলে, সোনামুখী ইউনিয়নের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপে পরিকল্পনা মাফিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।