জাতীয় ডেস্ক || যমুনাপ্রবাহ.কম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৩৮৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩২ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ২৪ জন। ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৭৩টিসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও নারী ৭ জন। মৃতদের মধ্যে, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন রয়েছেন।