Home / আন্তর্জাতিক / করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপধ্যায় হাসপাতালে

করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপধ্যায় হাসপাতালে

চিত্র-বিচিত্র, যমুনাপ্রবাহ.কম

সিরাজগঞ্জ: নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপধ্যায়। মঙ্গলবার সকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। চিকিতসকদের পরামর্শে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় তাঁর। এ দিন সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে গতকালই বেলভিউয়ে তাঁর নামে বেড বুক করা হয় বলে খবর।

করোনা পরিস্থিতিতে গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল টলিউডে। সতর্কতা মেনে সম্প্রতি ফের শুটিংয়ে  ফেরেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে কাজ করছিলেন। তার মধ্যেই এই বিপত্তি। করোনা সঙ্কট দেখা দেওয়ার আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ ছবির শুটিং সম্পূর্ণ করেন তিনি।  তবে সৌমিত্রই প্রথম নন, গত কয়েক মাসে একাধিক বার টলিউডে থাবা বসিয়েছে নোভেল করোনা। মা হওয়ার পরই করোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক।  সংক্রমিত হন তাঁর স্বামী নিসপাল সিংহ, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকও। পরিচালক রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে সুস্থ তিনি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা করোনায় সংক্রমিত হওয়ায় দুশ্চিন্তার ছায়া টলিউডে।

About jamuna

আবার চেষ্টা করুন

এগারো’শ হাতের রং-তুলিতে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম সিরাজগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *