নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম:
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদ্যু প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু কোভিড-১৯ (করোনা ভাইরাস) শনাক্ত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) দুপুরে যমুনাপ্রবাহ.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান। তিনি বলেন, রোববার (১ নভেম্বর) ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা উপসর্গ দেখা দেয়ায় ল্যাব এইড হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষার পর রাতেই তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিতসা নিচ্ছেন।ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলানিউজকে বলেন, গতকাল হঠাত করেই কিছুটা অসুস্থ্যবোধ হলে চিকিতসকের শরণাপন্ন হই। চিকিতসক আমার নমুনা সংগ্রহ করে রাতেই পরীক্ষ করেন। করোনা পজিটিভ হলেও এখনও স্বাভাবিক অবস্থায় আছি। তিনি সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।