চিত্র-বিচিত্র বার্তাকক্ষ, যমুনাপ্রবাহ.কম
করোনায় আক্রান্ত হয়েছেন মেলোডি কিং খ্যাত উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী কুমার শানু। শরীরে জ্বর আসার মনে সন্দেহ হওয়ায় নমুনা পরীক্ষর পর জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি।
তাঁর ফেসবুক পেজ থেকে সুস্থ্যতার জন্য প্রার্থনা চেয়ে বলা হয়, ‘করোনা আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি। কিছুদিন আগে একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার বিরুদ্ধে লড়াই করা নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছে বাঙালি। এর মধ্যে প্রকাশ্যে এলো কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবর। তবে, কুমার শানুর করোনা পজিটিভ’র খবর সামনে এলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তার পরিবার। ৯০- এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। বলিউড, টলিউডের পাশাপাশি বাংলাদেশি সিনেমা এবং অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই মেলোডি কিং।