নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাজী আহসান আলী (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান আলী সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাজী আহসান আলী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিতসকরা মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
তিনি বলেন, ওই ব্যক্তির মৃত্যু কি কারণে হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের পাশাপাশি আসামীদের দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।