চৌহালী প্রতিনিধি যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সেবামুলক সংগঠন “সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠন”র উদ্যোগে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আবদুস ছালাম ও থানার ওসি আতাউর রহমান। “আপনার দানকৃত রক্তে বাঁচুক মানুষের জীবন” এই শ্লোগানকে ধারন করা সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের আয়োজনে এ ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামুল্যে নির্ণয় করা হয়। এছাড়া এনায়েতপুর প্রেসক্লাব এলাকা, কেজির মোড়, থানা সদর ও মন্ডল পাড়া মোড়ে সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেন সেচ্ছাসেবীরা। এসময় এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি হাজী আবদুস ছামাদ খান, সাধারন সম্পাদক রফিক মোল্লা, সহসভাপতি মুক্তার হাসান, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার জয়, সভাপতি দীপ্ত কুমার, সহসভাপতি আসলাম পারভেজ, সাধারন সম্পাদক মমিন আহম্মেদ বিজয় ও দপ্তর সম্পাদক রোকনুজ্জামান, নাসিম আহম্মেদ, মানিক, আবু ইউসুফ, হিরণ ও সজিব কুমার সুত্রধর উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার জয় জানান, আমরা স্বপ্ন দেখি দেশের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানবে এবং সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হবে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছি।