নিজস্ব প্রতিবেদক||যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: একদিনে অভিযান চালিয়ে ৬টি বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিসুর রহমান। শুক্রবার (০২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রথমে বিকাল ৪.০০ টায় বেলকুচি পৌরসভার দেলুয়া উত্তরপাড়া এলাকায় দশম শ্রেণীর ছাত্র (১৬), বিকাল ৫ টায় বয়ড়াবাড়ী এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী(১৬), সন্ধ্যা ৬ টায় পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৭), রাত ৮ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাগানবাড়ী গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী (১১), রাত ৯.০০ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর দক্ষিনপাড়া গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৩) এবং রাত ১০ টায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী গাতী এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
ইউএনও মো. আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। ছয়টি বাল্যবিবাহের পাচটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পযন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।