উল্লাপাড়া প্রতিনিধি, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ তিন বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার পূঠিয়া বাজারে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন, উল্লাপাড়ার পুঠিয়া গ্রামের গোলাম মোস্তফা (৩০) ও ছোহরাব আলী (৩৫) এবং উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আলতাফ হোসেন (৪৫)। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাইমদসহ তিন বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।