নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরকা পড়া একদল যুবকের হামলায় আহত বেল্লাল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে চিকিতসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেল্লাল হোসেন উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুনপাড়া মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং একজন ব্যবসায়ী। এর আগে শুক্রবার শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নেওরগাছা গ্রামের পাশেই তার উপর হামলার ঘটনাটি ঘটে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, রোববার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, বেল্লাল হোসেন শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি গ্রামের কাছাকাছি পৌঁছিলে বোরকা পরিহিত ৩ যুবক তার পথরোধ করে। তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বেল্লালের আত্মচিতকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিতসকরা তাকে ঢাকায় পাঠানোর কথা বলে। রোববার ভোররাতে ঢাকায় নেয়ার পথে রাস্তায়ই মারা যান তিনি।