উল্লাপাড়া প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় ইয়াকুব ওরফে পলাশ (২১) নামে এক যুবককে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার তেতুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পলাশ উপজেলার বড়হর ইউনিয়নের চর-চেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা জানান, গত ২৫ সেপ্টেম্বর বড়হর গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে ইয়াকুব ওরফে পলাশসহ বেশ কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন তিনি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।