উল্লাপাড়া প্রতিনিধি || যমুনাপ্রবাহ.কম
পূর্ব গোলযোগের জের ধরে শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে আল আমিন সরকারের দলের সঙ্গে মারুফ তালুকদারের দলের সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠি, রামদা, হাতুরি নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে মোট ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ তালুকদার, ওমর আলী, সামিউল ইসলাম ও রতনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বদ্ব চলে আসছিল। এর রেশ ধরে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।