নিজস্ব প্রতিবেদক || যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ফরহাদ আলী (৪৯) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের হরিশপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) ফিরোজ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কের পাশ হেঁটে যাচ্ছিলেন ফরহাদ আলী। এ সময় পাবনা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ফরহাদ আলী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে এবং এর চালক শাহীন হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।