নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তানিয়া খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত তানিয়া উপজেলার চেংটিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুস সাত্তারের মেয়ে। তানিয়া উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ২য় বর্ষের ছাত্রী। পরিবারসহ তারা শ্যামলীপাড়ার পূবালী ব্যাংকের ওই ভবনে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যার আগে হঠাত করেই পূবালী ব্যাংক ভবনের ছাদ থেকে পাকা রাস্তার উপরে লাফিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাবার পথেই তার মৃত্যু হয়েছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস যমুনাপ্রবাহ.কমকে জানান, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে। বুধবার (২১ অক্টোবর)ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তিনি বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।