যমুনাপ্রবাহ.কম: সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে আব্দুল জলিল বাঙ্গালী (৬৮) নামে একজন বীর মুক্তিযোদ্ধা আত্মাহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে নিজ বাড়ির একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। আব্দুল জলির বাঙালি ওই গ্রামের মৃত নজাব আলী আকন্দের একমাত্র সন্তান। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৩ ছেলে ১ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালির স্বজনেরা জানায়, দীর্ঘদিন পেটের পীড়ায় ভুগছিলেন তিনি। এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হওয়ার পর বাড়ি ফিরে আসেন। কিন্তু শুক্রবার সকাল থেকে তীব্র ব্যাথা শুরু হয়। এক পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। উল্লাপাড়া থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়। সুরুতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ বলেন, শনিবার সকালে কালিগঞ্জ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বাঙালিকে দাফন করা হয়েছে। তার স্বজন ও সহযোদ্ধারা পুরনো পেটের ব্যাথা ছিল বলে জানিয়েছেন।
আবার চেষ্টা করুন
সিরাজগঞ্জে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক যমুনাপ্রবাহ.কম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নজরুল ইসলাম (২২) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে …