
নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির স্টাফ রির্পোটার, দৈনিক যুগের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক ও জেলা পুজাউদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকান্ত সেনের বাবা সুশান্ত সেন শনিবার রাত ৮টার দিকে তার নিজ বাসভবন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোয়নায় স্টোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিলো ৭৫বছর। রবিবার সকালে চান্দাইকোনা মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক সুকান্ত সেনের বাবার মৃত্যুতে গভীরশোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সাংসদ তানভীর ইমাম, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট বিমল কুমার দাস, হিন্দুধর্মীয় কল্যান ষ্ট্রাষ্টের ষ্ট্রাষ্টি অংকুরজিত সাহা নব, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনসহ সাংবাদিকবৃন্দ।