নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিকেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজীল পারভেজের নেতৃত্বে শহরের রামগাঁতী মহল্লার যমুনা ফ্লাওয়ার ফুড ও এনজেল ফুডস বেকারী কোম্পানীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে যমুনা ফ্লাওয়ার ফুডে মেয়াদ উত্তীর্ণ লবন ব্যবহারের অপরাধে ৫০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করায় এনজেল ফুডস্ কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।