নিজস্ব প্রতিবেদক।। যমুনাপ্রবাহ.কম
সিরাজগঞ্জ : বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন আব্দুর রউফ তালুকদার।
সিরাজগঞ্জের এ কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বরত ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে আব্দুর রউফ তালুকদারের এই পদমর্যাদা কার্যকর হবে।
কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামের সন্তান আব্দুর রউফ তালুকদার বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে। দেড় যুগ আগে সচিবালয় ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়।
অর্থ বিভাগের বিভিন্ন পদ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-রেজিস্ট্রার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে আব্দুর রউফ তালুকদারের। এছাড়া খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব ছিলেন তিনি।