নিজস্ব প্রতিবেদক, যমুনাপ্রবাহ.কম: সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক-সন্ত্রাসসহ সকল অপরাধে দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
রোববার (১ নভেম্বর) সকলে সদর থানা প্রাঙ্গণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী। অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, হেলাল উদ্দিন, হারুন-অর-রশিদ খান হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, দৈনিক যমুনা প্রবাহ’র নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, বাসসের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম ফিলিপস, ইনকিলাবের জেলা প্রতিনিধি সৈয়দ শামীম সিরাজী, আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, খ.ম একরামুল হক, মান্না রায়হান, মোনায়েম খান প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ইউএনবির প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক যমুনাপ্রবাহ.কমের সম্পাদক স্বপন চন্দ্র দাস, বাংলাটিভির প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, যমুনা প্রবাহের সহকারি সম্পাদক নওশাদ আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক জাকারিয়া হোসেন টুটুল, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী, এশিয়ান টিভির প্রতিনিধি জিন্নাহ ফারুক, ইন্ডিডেন্ডেন্টটিভির প্রতিনিধি দিলীপ গৌড়, সময় টিভির প্রতিনিধি রিংকু কুন্ডু, ডিবিসি’র প্রতিনিধি রিফাত রহমান, যমুনা প্রবাহ’র সুজন সরকার, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার এ এইচ মুন্না, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি এস এম আল-আমিন, গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহাগ হাসান জয়, দৈনিক কলম সৈনিকের সহকারি বার্তা সম্পাদক রানা আহম্মেদ, স্টাফ রিপোর্টার মহির উদ্দিন, আমার সংবাদের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ এক্সপ্রেসের চীফ রিপোর্চার খালিদ হৃদয়সহ বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।